প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
বিদ্যুৎ এর সরঞ্জাম চোর চক্রের ২ সদস্য মালামাল সহ গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ

দীর্ঘদিন যাবৎ একটি চক্র বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরি করে বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একদল চৌকস পুলিশ সদস্য নিয়ে
৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত মধ্য রাত ২.৩০ মিনিটের সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের সমেজের বাড়ির সামনের খেয়া ঘাট এলাকা থেকে চোর চক্রের ২ সদস্যকে মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারের আগ মুহূর্তে বিদ্যুতের সরঞ্জাম চক্রের কয়েকজন মিলে চুরির মালামাল বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলতেছিল। এ সময় তাদের কাছে থেকে বিদ্যুৎ এর ট্রান্সফরমারের ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট জব্দ করে থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৭ হাজার টাকা।
গ্রেফতারকৃত দু'জন উপজেলার ভারড়া ইউনিয়নের চান্দর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (২১) এবং একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. সিদ্দিক হোসেন (২১)
এ ঘটনায়, নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এনফোর্সম্যান কোঅর্ডিনেটর মো. কামরুল ইসলাম বাদি হয়ে ৩৭৯ ধারায়, নাগরপুর থানায় ৭ সেপ্টেম্বর তারিখে ৬ নং ক্রমিকে একটি মামলা দায়ের করে।
গ্রেফতারকৃতদের ৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে নাগরপুর থানা পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com